জেলা শিক্ষা অফিস শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সেবামূলক প্রতিষ্ঠান।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ঢাকা জেলা শিক্ষা অফিসটি অধ্যাপক আবুল কাশেম সড়ক (মিরপুর সরাকারী বাঙলা কলেজ সংলগ্ন), মিরপুর-১, ঢাকা-১২১৬ ঠিকানায় অবস্থিত। ঢাকা জেলা শিক্ষা অফিসের অধীনে ------ টি স্কুল, ---- টি স্কুল এ্যান্ড কলেজ, -------টি কলেজ এবং ----টি মাদ্রাসা রয়েছে। পাঁচটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং ১৬টি খানা মাধ্যমিক শিক্ষা অফিস মোট ২১ টি (৫+১৬=২১) উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসের সহায়তায় এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করে জেলা শিক্ষা অফিস। মাধ্যমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে জেলা শিক্ষা অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সার্বিক্ ব্যবস্থাপনার মূল কেন্দ্র এ অফিস। সুতরাং মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এ অফিসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ
যোগাযোগের ঠিকানা:
অধ্যাপক আবুল কাশেম সড়ক (মিরপুর সরাকারী বাঙলা কলেজ সংলগ্ন) মিরপুর-১, ঢাকা-১২১৬ ফোন: ০২-৮০৩৪০২৪ e-mail: deodhaka@gmail.comপরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস